০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

রিডিংয়ে হামলাকারীর নাম ও ছবি প্রকাশ

খাইরি সাদাল্লাহ - ছবি : সংগৃহীত

দক্ষিণ ইংল্যান্ডের রিডিং শহরে একব্যক্তির ছুরি হামলায় তিনজন নিহত ও আরো তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা বলে মনে করছে পুলিশ।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শহরটির ফোরবরি পার্কে ওই ছুরি হামলার ঘটনা ঘটে।

এর আগে প্রাথমিক খবরে পুলিশ এবং সরকার পক্ষ থেকে ঘটনাটি সন্ত্রাসী হামলা মনে হচ্ছে না বলে জানানো হয়েছিল। ঘটনাস্থল থেকে রিডিংয়ের বাসিন্দা ২৫ বছর বয়সী এক যুবককে আটক করে, সেই খুন করেছে সন্দেহে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম খাইরি সাদাল্লাহ। তিনি লিবিয়ার নাগরিক।

ব্রিটেনের সন্ত্রাসবিরোধী ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা এবিষয়ে বলেন, এক ব্যক্তি দৌড়ে ফোরবরি পার্কে গিয়ে লোকজনকে ছুরিকাঘাত করতে শুরু করার পর কর্মকর্তারা তাকে আটক করেন। তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করার পর এটি সন্ত্রাসী ঘটনা বলে জানানো হল। এ ঘটনায় আর কেউ জড়িত থাকার কোনো আলামত পাওয়া যায়নি এবং ঘটনায় জড়িত সন্দেহে আর কারো খোঁজও চলছে না বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

হামলার উদ্দেশ্য কি তা জানা যায়নি। ‘সানডে মিরর’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এক পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে জাপটে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে নিয়ন্ত্রণে আনেন। পার্কটিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ (বিএলএম) আন্দোলনের একটি প্রতিবাদ সভার পর এ হামলা হয়। তবে হামলার ঘটনার সাথে ওই সভার কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছে টেমস ভ্যালি পুলিশ।

স্থানীয় সময় রাত ১১টার দিকে রিডিংয়ের বেইসিংস্টোক রোডে প্রায় ডজনখানেক সশস্ত্র পুলিশ কর্মকর্তাকে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে প্রবেশ করতে দেখেছেন বিবিসির একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক। ঘটনাস্থলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন তিনি।

এ ঘটনায় নিহতদের জন্য গভীর শোক জানিয়ে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘটনাস্থলে থাকা জরুরি বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দিয়েছে তারা। হতাহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


আরো সংবাদ



premium cement