রোজা রেখেও হাঁটছেন শতায়ু 'যুবক' দবিরুল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মে ২০২০, ০৮:৩৫
সম্প্রতি বাগানে হেঁটে অনলাইনে তিন কোটি পাউন্ড সংগ্রহ করেছিলেন লন্ডনের শতায়ু সাবেক সেনাকর্মী ক্যাপ্টেন টম। তারই অনুপ্রেরণায় বাগানে হাঁটা শুরু করেছেন এক শ' বছরের 'যুবক' দবিরুল চৌধুরী।
২৬ এপ্রিল শুরু হয়েছে দবিরুলের পথ-চলা। লন্ডনের টাওয়ার হ্যামলেটস্ এলাকায়, নিজের আবাসনের ৮০ মিটার লম্বা বাগানে অন্তত ১০০ পাক দিতে চান তিনি। রমজানের মাস চলছে। রোজা রেখে পুরো মাসটাই এ ভাবে হাঁটবেন বলে জানিয়েছেন দবিরুল। অনলাইনে সেই ছবি-ভিডিও দিয়ে ইতিমধ্যে ৬২ হাজার পাউন্ড জোগাড় করে ফেলেছেন। সবটুকু অর্থ ব্রিটেন, বাংলাদেশসহ অন্যান্য দেশের করোনা-যোদ্ধাদের জন্য দান করতে চান।
১৯২০ সালে অবিভক্ত বাংলাদেশের সিলেটে জন্ম দবিরুলের। ১৯৫৭ সালে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে ব্রিটেনে আসা। তার পরে এ দেশেই পাকাপাকি বাস। বিদেশে বাংলাদেশীদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিপদে-আপদে মানুষের পাশে থেকেছেন। প্রবাসে থেকেও শেকড়ের টান ভোলেননি কখনো। জানালেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে সাধ্য মতো অর্থ জোগাড় করে দেশে পাঠিয়েছিলেন।
অবসরে পড়াশোনায় নিমগ্ন হয়ে থাকা মানুষটি নিজেও কবি। সুস্থ, সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন দেখতে থাকা দবিরুল বললেন, ‘‘এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা না নিলে কোটি কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো সবচেয়ে বেশি ভুগবে। অনাহারে মরবে মানুষ।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা