সেই চিকিৎসকদের নামেই সন্তানের নাম রাখলেন বরিস জনসন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২০, ১৩:৫৭, আপডেট: ০৩ মে ২০২০, ১৬:০৫
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই কঠিন সময়টায় তার চিকিৎসা করেছিলেন চিকিৎসক নিক হার্ট এবং নিক প্রাইস। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাই কৃতজ্ঞতা স্বরূপ তাদের নামেই এখন সদ্যোজাত সন্তানের নাম রাখলেন তিনি। উইলফ্রেড লরি নিকোলাস জনসন নামকরণ করলেন ছেলে সন্তানের।
শনিবার ইনস্টাগ্রামে সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করেন ব্রিটেনের ফার্স্ট গার্লফ্রেন্ড ক্যারি সাইমন্ডস। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘বরিসের দাদা উইলফ্রেড এবং আমার দাদা লরির নামে প্রথম দুটি নাম রাখা হয়েছে।’
সাথে এ কথাও জানান, নিকোলাস নামটি গত মাসে বরিসকে যে দু’জন চিকিৎসক সুস্থ করে তুলেছিলেন তাদের নাম থেকে অনুপ্রাণিত।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে আছেন ৩২ বছর বয়সী ক্যারি। নবজাতকের মাথাভর্তি চুল ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে।
গত বুধবার বরিস এবং ক্যারির প্রথম সন্তানের জন্ম হয়। তবে ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রীর আরো পাঁচ সন্তান রয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম সূত্র জানায়।
সূত্র : স্কাই নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা