২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

শান্তি রক্ষায় ইউক্রেনে সৈন্য পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য : ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি - ছবি - সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে তিনি ইউক্রেনে সৈন্য পাঠাতে প্রস্তুত।

সোমবার তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার স্টারমার ব্রিটিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফে লিখেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভকে সমর্থন করার ক্ষেত্রে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালন করছে। প্রয়োজনে আমাদের নিজস্ব সৈন্য মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখতে আমরা প্রস্তুত।’

তিনি বলেন,‘ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ভূমিকা আমাদের মহাদেশের ও এই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।’

ইউক্রেনে যুদ্ধ বন্ধে মার্কিন প্রচেষ্টা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবেলা করার বিষয়ে স্টারমার সোমবার প্যারিসে অনুষ্ঠিতব্য একটি শীর্ষ-স্তরের বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আগামী দিনগুলোতে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি দেখা করবেন।

এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করা নিশ্চিত করতে যুক্তরাজ্য একটি অনন্য ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

স্টারমার বলেন, ‘মার্কিন সমর্থন থাকাটা গুরুত্বপূর্ণ এবং স্থায়ী শান্তির জন্য মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা অপরিহার্যও। কেবলমাত্র যুক্তরাষ্ট্রই (প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনকে আবার আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে।’


আরো সংবাদ



premium cement