২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

দুর্নীতির তদন্তের পর এবার এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগের দাবি

টিউলিপ সিদ্দিক - ছবি - সংগৃহীত

দুর্নীতির তদন্তের পর এবার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের বিরোধী কনজারভেটিভ পার্টি এই সপ্তাহের শেষে হ্যাম্পস্টেড ও হাইগেটে তার পদত্যাগের জন্য প্রচারণা শুরু করে। আগামীকাল একটি আবেদনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানায় দলটি।

এছাড়াও দলটির নেতাকর্মীরা তার দুর্নীতির বিবরণ দিয়ে লিফলেট বিতরণ করে।

ক্যামডেনের সিনিয়র কর্মকর্তা ডেভিড ডগলাস বলেন, সবাই টিউলিপকে সহজ-সরল ভাবলেও তিনি আদতে তা নন। কারণ তার বিরুদ্ধে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে।

এর আগে, ১৪ জানুয়ারি ট্রেজারি পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। বাংলাদেশে একটি বড় দুর্নীতির তদন্তের মুখোমুখি হচ্ছেন বলে ডেইলি মেইলে প্রকাশিত খবরের ঠিক ২৬ দিন পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ এই বন্ধু পদত্যাগ করেন।

তবে টিউলিপ বাংলাদেশে পাঁচ বিলিয়ন ডলার তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি এ বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে যান।

তবে লরি ম্যাগনাস বলেন, টিউলিপ কিংস ক্রসের ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার কথা অস্বীকার করে জনসাধারণকে ’বিভ্রান্ত’ করেছেন।

সূত্র : ডেইলি মেইল


আরো সংবাদ



premium cement

সকল