১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বিশ্বের ১৬ শতাংশ জমির মালিক ব্রিটিশ রাজপরিবার!

বিশ্বের ১৬ শতাংশ জমির মালিক ব্রিটিশ রাজপরিবার! - ছবি : সংগৃহীত

বন্য মাঠ, বিশাল বন, বিস্তৃত সমুদ্র সৈকত, শহরাঞ্চলে বড় বড় প্রপার্টি- আরো কতকিছু, সবই তাদের সম্পত্তি। হিসাব বলছে, উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, সব দিকে ছড়িয়ে রয়েছে তাদের মালিকানাধীন জমি-জায়গা। বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ডলর্ড বলা হয় তাদের। তথ্য, দুনিয়ার ১৬ শতাংশ জমির মালিকানাধীন তাদের। আয়তনে ব্রাজিলের তিনগুণ। আর এই বিশাল আয়তনের জমি, সম্পত্তি দেখভাল করে তাদেরই সংস্থা ক্রাউন এস্টেট। এক সময় অর্ধেক দুনিয়া মাথা নত করত এই পরিবারের সামনে। জানেন তাদের পরিচয়? কারা তারা?

প্রথমেই বলা যাক, বিপুল সম্পত্তির মালিক যে পরিবার, তারা মূলত একটি রাজপরিবার এবং বিশ্বের দরবারে বহুল আলোচিত-পরিচিত। এক সময়ে প্রায় অর্ধেক বিশ্ব মাথানত করত তাদের কাছে, বহু দেশ তাদের নিজেদের রাজা মনে করত।

কথা হচ্ছে, ব্রিটেনের রাজ পরিবার নিয়ে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং ব্রিটেন রাজপরিবার এখন এই বিপুল সম্পত্তির মালিক। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর, বংশানুক্রমে সম্পত্তির মালিকানাধীন যায় রাজা তৃতীয় চার্লসের হাতেই। যদিও, এই বিপুল সম্পত্তি তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত নয়। এই সম্পত্তি রাজপরিবারের। তবে তিনি যতদিন রাজার আসনে, ততদিন মালিকানাধীন তার। আন্তর্জাতিক স্তরের একাধিক সমীক্ষার তথ্য, রাজা তৃতীয় চার্লস বিশ্বজুড়ে ৬.৬ বিলিয়ন একর জমি এবং সম্পত্তির মালিক।

বিশ্বের মোট ১৬.৬ শতাংশ জমি ব্রিটিশ রাজপরিবারের। এই জমিগুলো গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, কানাডাসহ বহু দেশে ছড়িয়ে রয়েছে তাঁদের মালিকানাধীন জমি। ১১৫,০০০ একর জমি এর মধ্যে কৃষিজমি এবং বনাঞ্চল। সম্পত্তির হিসাবের নিরিখে ব্রিটিশ রাজপরিবারের পরেই আসেন সৌদি আরবের বাদশাহ, যিনি ব্যক্তিগতভাবে বিশাল সম্পত্তির মালিক।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement