০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ইংল্যান্ডে জনপ্রিয়তম নামের তালিকায় চমক! শীর্ষে 'মুহম্মাদ'

ইংল্যান্ডে জনপ্রিয়তম নামের তালিকায় চমক! শীর্ষে 'মুহম্মাদ' - ছবি : সংগৃহীত

ইংল্যান্ড এবং ওয়েলসে সদ্যোজাত ছেলের নাম কী রাখা হচ্ছে যাচ্ছেন? জানলে আপনিও অবাক হতে পারেন আপনি। সকলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে 'মুহম্মাদ'। ব্রিটেন এবং ওয়েলসে সদ্যোজাত ছেলের নাম বেশিভাগ রাখা হচ্ছে 'মুহম্মাদ'। ২০২৩ সালের জনপ্রিয় নামগুলোর তালিকায় সবার উপরে উঠে এসেছে মুহম্মাদ। এমনটাই জানা গেছে ব্রিটেন এবং ওয়েলসের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স সূত্রে।

সদ্যোজাত কন্যাদের জনপ্রিয় নামের তালিকায় ২০১৬ সাল থেকে শীর্ষে রয়েছে অলিভিয়া। ২০২৩ সালের তালিকায় প্রথম তিনে রয়েছে অলিভিয়া, অ্যামেলিয়া এবং আইলা। রাজপরিবারের নাম অর্থাৎ ক্যামিলা, মেগান, হ্যারি- এগুলো জনপ্রিয়তা হারাচ্ছে।

২০২২ সালে ব্রিটেনে ছেলেসন্তানের নামের তালিকায় সবার উপরে ছিল নোয়া। এবং দ্বিতীয় স্থানে ছিল মুহম্মাদ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ওই ছবি সম্পূর্ণভাবে পাল্টে যায়। শীর্ষে উঠে আসে মুহম্মাদ। জনপ্রিয় নামের তালিকায় তিন নম্বরে রয়েছে জর্জ।

সূত্র মতে, ২০২২ সালে ব্রিটেনে ৪,১৭৭টি সদ্যোজাত ছেলের নাম মুহম্মাদ রাখা হয়েছিল। এক বছর পরে ওই সংখ্যাটা ৪,৬৬১ পর্যন্ত পৌঁছে গেছে।
সূত্র : জি নিউজ

 


আরো সংবাদ



premium cement