২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে দাবানলে মৃত্যু বেড়ে ১২, ব্যাপক ক্ষয়ক্ষতি

তুরস্কে দাবানলে মৃত্যু বেড়ে ১২, ব্যাপক ক্ষয়ক্ষতি - ছবি : সংগৃহীত

তুরস্কের কুর্দি প্রধান দক্ষিণ-পূর্বে দাবানল ১২ জনের প্রাণহানি ও ৭৫ জনেরও বেশি আহত হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

শুষ্ক অঞ্চল জুড়ে আগুনে শত শত প্রাণী মারা গেছে। আগুন সিরিয়ার সীমান্তবর্তী দিয়ারবাকির এ মারদিন নগরীর মধ্যে পোড়া ও কালো জমির বিশাল এলাকা ছেড়ে গেছে। খবর এএফপি’র।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, ১২ জন মারা গেছে ও ৭৮ জন আহত হয়েছে। পাঁচজনকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেয়া হচ্ছে।

এএফপির প্রত্যক্ষদর্শী এক সংবাদদাতা জানান, বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুতই পাঁচটি গ্রামের জন্য হুমকি হয়ে দাড়ায়। শুক্রবার একটি গ্রামের কাছে নতুন করে একটি দাবানল ছড়িয়ে পড়লে, তা নিয়ন্ত্রণে আনা হয়।


আরো সংবাদ



premium cement