বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য এরদোগানের প্রতি পোপের কৃতজ্ঞতা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ এপ্রিল ২০২৪, ১৬:০৮
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
শনিবার ভ্যাটিকানে অবস্থিত তুর্কি দূতাবাসের সদর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলি এরবাশ। এর আগে পোপের সাথে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ওই বিবৃতিতে এরবাশ বলেছেন, বিশ্বশান্তি বাস্তবায়নে প্রেসিডেন্ট এরদোগানের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন পোপ ফ্রান্সিস।
পোপ ফ্রান্সিস এরদোগানকে প্রভাবশালী বিশ্বনেতাদের একজন হিসেবে বর্ণনা করেছেন, যারা কঠোর পরিশ্রম করেন এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেন।
এ সফরে এরবাশ প্রেসিডেন্ট এরদোগানের পক্ষ থেকে পোপের কাছে একটি চিঠি পৌঁছে দিয়েছেন। চিঠিতে ফিলিস্তিন ও গাজা উপত্যকার উন্নয়ন সম্পর্কে বার্তা দেয়া হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা