সন্দেহভাজন ২ ইসরাইলি গুপ্তচরকে গ্রেফতার করল তুরস্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ এপ্রিল ২০২৪, ২১:৪৬
সন্দেহভাজন দুই ইসরাইলি গুপ্তচরকে গ্রেফতার করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এই তথ্য নিশ্চিত করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেয়া এক পোস্টে ইয়ারলিকায়া বলেন, পুলিশ তুরস্কের লক্ষ্যবস্তু ব্যক্তি এবং কোম্পানি সম্পর্কে মোসাদের কাছে তথ্য সংগ্রহ ও বিক্রি করছে বলে বিশ্বাস করা আটজনকে আটক করেছে। এর মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ছয়জনকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারি থেকে তুর্কি কর্তৃপক্ষ ইসরাইলের মোসাদের গোয়েন্দা সংস্থার সাথে জড়িত থাকার সন্দেহে কয়েক ডজন লোককে আটক করেছে। এর মধ্যে গত মাসেই ছয়জনকে আটক করা হয়।
তুরস্কসহ ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরে বসবাসকারী হামাস সদস্যদের হত্যার চেষ্টা করলে ইসরাইলকে গুরুতর পরিণতি বরণ করতে হবে বলে সতর্ক করেছে তুরস্ক।
সূত্র : রয়টার্স, আল জাজিরা ও অন্যান্য