২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পড়তে এসে মুসলিমদের আচরণে মুগ্ধ ইউক্রেনীয় তরুণী, অতঃপর...

- ছবি : সংগৃহীত

সঙ্ঘাত-সংঘর্ষ আর যুদ্ধের কারণে ইউক্রেন গত বছরের শুরু থেকে অসংখ্যবার খবরের শিরোনাম হয়ে উঠেছে। তবে ইউক্রেনকে আবার শিরোনামে নিয়ে এসেছেন দেশটির ২৬ বছর বয়সী এক তরুণী। তুরস্কে পড়তে এসে তিনি ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছেন।

জানা গেছে, কয়েক বছর আগে ইউক্রেনীয় তরুণী ওলেনা তসকুনোভা আকদাস একটি এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তুরস্কে পড়তে যান। সেখানে পড়াশোনা করতে করতেই এক সময় ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি। তার আশপাশের মুসলিমদের আচরণে মুগ্ধ হন তিনি। সিদ্ধান্ত নেন ইসলাম ধর্ম গ্রহণের। তবে তাড়াহুড়ো করে নয়, বরং দীর্ঘ সময় নিয়েই ইসলাম গ্রহণের বিষয়ে চিন্তা ভাবনা করেন। অবশেষে কয়েকদিন আগে তিনি মুসলমান হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

তখন ওলেনা তার স্বামী তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উশাক শহরের বাসিন্দা ওমরের সাথে এসে স্থানীয় দারুল ইফতা বিভাগে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। পরে স্থানীয় মুফতি তাকে কালেমা শাহাদাত পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। এ সময় ওই ইউক্রেনীয় তরুণীয় নিজের ওলেনা তসকুনোভা আকদাস নাম পাল্টে নতুন নাম রাখেন ‘রায়ান’। মুসলিম হওয়ার পর তাকে উপস্থিত সবাই অভিনন্দন জানায় এবং তাকে পবিত্র কুরআনের একটি কপি উপহার দেয়া হয়।

কয়েকদিন আগে ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদ পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিকভাবে মুসলিম হয়ে গিয়েছিলেন এক রুশ পর্যটক। সেখানে বুখারি শরিফের দরস শুনে তিনি অভিভূত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছিলেন। শায়খ ইব্রাহিম খলিল নামের এক শিক্ষকের কাছে কালেমান পাঠ করে নিজের নাম রাখেন আহমাদ দানিজ। সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement