আয়া সোফিয়ায় বুখারি শরিফের দরস শুনে মুগ্ধ রুশ পর্যটক, অতঃপর...(ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুলাই ২০২৩, ২১:৫৯, আপডেট: ১১ জুলাই ২০২৩, ২২:০৪
তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ঘুরতে এসে ইসলাম গ্রহণ করেছেন এক রুশ নাগরিক।
স্থানীয় সময় রোববার তুর্কি প্রেস বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানায়, নওমুসলিম ওই রুশ পর্যটক ভ্রমণের জন্য আয়া সোফিয়ায় এসেছিলেন। তখন মসজিদের মধ্যে বুখারি শরিফের দরস চলছিল। এ সময় দরস শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি। পরে শায়খ খলিল ইবরাহিম নামে মসজিদটির একজন শিক্ষকের কাছে কালিমা পড়ে ইসলামের দীক্ষা নেন।
ইসলাম গ্রহণের পর ওই রুশ নিজের নতুন নাম রেখেছেন ‘আহমাদ দানিজ’।
এরইমধ্যে রুশ ওই নাগরিকের ইসলাম গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনলাইনে সক্রিয়রা তাকে সত্য ধর্ম ইসলামে প্রবেশের জন্য ধন্যবাদ জানাচ্ছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা