২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে তেলাওয়ারত ইমামের সাথে ছোট্ট শিশুর খুনসুটি, ভিডিও ভাইরাল

- ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে তেলাওয়ারত ইমামের সাথে একটি ছোট্ট শিশুর খুনসুটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি এরই মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে অনলাইনে সক্রিয়দের কাছে।

গত সপ্তাহে উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে জানানো হয়- মসজিদের মেহরাবের ভেতর বসে বসে পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন সেখানকার ইমাম। এরই মধ্যে একটি ছোট্ট শিশু এসে তার নাকের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। তখন ইমাম সাহেব বিরক্ত না হয়ে শিশুটিকে কোলে বসিয়ে আদর দেন এবং তেলাওয়াত জারি রাখেন।

আরো পড়ুন- কাবা প্রাঙ্গন পরিষ্কার করে প্রশংসিত মোহাম্মদ রিজওয়ান (ভিডিও)

পত্রিকাটি জানায়, ইমাম সাহেবের এই আচরণটিই বেশিরভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর মন জয় করে নিয়েছে। তবে ঘটনাটি ইস্তাম্বুলের কোন মসজিদের, সেটি জানা যায়নি।

উল্লেখ্য, তুরস্কে শিশুদের মসজিদে যাওয়াকে বেশ ভালো নজরে দেখা হয়। মসজিদে আগত শিশুদের বেশ স্নেহ করেন মুসল্লিরা। প্রচলিত আছে যে- ‘যদি তোমাদের বাচ্চারা স্বতঃফূর্ত মসজিদে আসে, তাহলে জেনে রেখো যে- তোমাদের দেশে ইসলামের ভবিষ্যত সুন্দর।’


আরো সংবাদ



premium cement