২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুর্কি সাংবাদিকদের গ্রেফতার : সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘন করেছে জার্মানি

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান - ছবি - সাবাহ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান তুর্কুভাজ মিডিয়ার তুর্কি সাংবাদিকদের জার্মানির আটকের নিন্দা জানিয়ে বলেছেন, এটি সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘন।

শুক্রবার স্থানীয় গণমাধ্যম আহাবারে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন।

এরদোগান বলেন, আমরা এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছি না যে জার্মানির নিরাপত্তা বাহিনী একজন পলাতক ফেতো সদস্যের (গুলেনবাদী সন্ত্রাসী গ্রুপ) কথায় তুর্কি সাংবাদিকদের গ্রেফতার করেছে।

তিনি বলেন, ‘জার্মানি যা করেছে তা সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘন।’

তুরস্কের স্থানীয় পত্রিকা ডেউলি সাবাহ জানায়, ফেতো সদস্য সেভেরি গুভেন ও এরকান কারাকয়ুনের অভিযোগের ভিত্তিতে জার্মান নিরাপত্তা বাহিনী সাবাহর জার্মান প্রতিনিধি ইসমাইল ইরেল এবং ইউরোপীয় সংস্করণের প্রধান সম্পাদক সেমিল আলবায়ের বাড়িতে ভোর রাতে অভিযান চালিয়ে কোনো নোটিশ ছাড়াই দু’জনকে আটক করে।

তবে ঘণ্টাখানেক পর তাদের ছেড়ে দেয়া হয় বলেও জানানো হয়েছে।

পুলিশ ফ্রাঙ্কফুর্টের সাবাহ অফিসে তল্লাশি চালিয়ে ইরেল ও আলবায়ের কম্পিউটার এবং মোবাইল ফোন জব্দ করেছে।

তবে এই অভিযান কোন উদ্দেশ্যে চালানো হয়েছিল, সে ব্যাপারে কিছু জানায়নি জার্মান কর্তৃপক্ষ।

সাবাহ বলেছে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেশাদার ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে দুই সাংবাদিকের মুক্তির জন্য পদক্ষেপ নিয়েছে।

প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টর ফাহরেতিন আলতুন এই ঘটনার নিন্দা জানিয়ে টুইটারে বলেছেন, ‘জার্মানিতে ফেতো সদস্যদের কথায় তুর্কি সাংবাদিকদের গ্রেফতার এবং তাদের সরঞ্জাম বাজেয়াপ্ত করা সংবাদপত্রের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।’

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement