ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে ইফতার করলেন এরদোগান
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ এপ্রিল ২০২৩, ১৫:৫৬
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে ইফতার করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। রমজানব্যাপী ওই ইফতার কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে ইফতার করেন তিনি।
এ সময় এরদোগানের সাথে ছিলেন ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রধান ডেভলেট বাহচেলি ও গ্রেট ইউনিটির প্রধান মোস্তফা দস্তজি।
ইফতার শেষে বক্তব্য রাখেন এরদোগান। এ সময় তিনি রমজান মাসকে স্বাগত জানান। একইসাথে ক্ষতিগ্রস্তদের সুস্থতার জন্য দোয়া করেন। মাগফিরাত কামনা করেন মৃতদের জন্য।
তিনি বলেন, ‘গত ফেব্রুয়ারিতে ভূমিকম্প আঘাত হানার পর তুর্কি জনগণ বিশ্বের সামনে সৌহার্দ্য ও সহানুভূতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।’ এ সময় তিনি খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের আবাসন ব্যবস্থার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন।
এরদোগান ক্ষতিগ্রস্ত অঞ্চলে সাড়ে ছয় লাখ অ্যাপার্টমেন্ট ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে সাত হাজার ৪৫২টি অ্যাপার্টমেন্ট হওয়ার কথা রয়েছে এলাজিগে। ইতোমধ্যে সেখানে ৫০৫টি অ্যাপার্টমেন্টের ভিত্তিপ্রস্তর রাখা সম্পন্ন হয়েছে।
এরদোগান বলেন, এ বছর তিন লাখ ১৯ হাজার মানুষকে আবাসন বুঝিয়ে দেয়া হবে। নতুন আবাসনে তুরস্কের ইতিহাস-ঐতিহ্যের প্রতি লক্ষ্য রাখা হয়েছে।
রোববার ১১ হাজার ৬৪টি অ্যাপার্টমেন্টের চাবি সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ ও সিরিয়ার উত্তরাঞ্চলে ৭.৭ মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল।
সূত্র : আলজাজিরা মুবাশ্বির ও অন্যান্য
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা