ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর প্রতিদিন ৭০০ ক্ষতিগ্রস্তকে খাওয়াচ্ছেন এই নারী
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৩, আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪২
দুই সপ্তাহ আগে তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের শিকার হন তুর্কি নারী শামসি হানজার। কিন্তু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এই নারী। তারপরই দারুণ এক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি; প্রতিদিন খাবার খাওয়াচ্ছেন অন্তত ৭০০ ক্ষতিগ্রস্ত মানুষকে।
বুধবার আলজাজিরা জানায়, কয়েকটি সামাজিক সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করছেন শামসি হানজার। একইসাথে উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাঝেও খ্যাদ্য বিতরণ করা হচ্ছে।
কাহরামানমারাস অঞ্চলে খাবার বিতরণকারী এই নারী জানান, ভূমিকম্পের প্রথম দিনে তিনি ৫০ জন ক্ষতিগ্রস্তের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে এই কাজ শুরু করেন এবং পরে ২০০ জনকে খাবার দিতেন। আর এতে যাবতীয় খরচ যোগান দেয়া হতো তার নিজস্ব তহবিল থেকে।
শামসি হানজার আরো জানান, পরে তার পাশে কয়েকটি সামাজিক সংগঠন এসে দাঁড়ায় এবং এখন তিনি সংগঠনগুলোর সহযোগিতায় দিনে অন্তত ৭০০ মানুষকে খাবার খাওয়াচ্ছেন।
সূত্র : আলজাজিরা মুবাশির
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা