১৯৯৯ সালের ভূমিকম্পে জন্ম নেয়া যুবকের ২০২৩ সালের ভূমিকম্পে মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৪
উসমান আনিস। ২৪ বছরের এক টগবগে যুবক। জন্মগ্রহণ করেছিলেন তুরস্কের গাজিয়েন্তেপ শহরে ১৯৯৯ সালের এক প্রচণ্ড ভূমিকম্পের সময়। কাকতালীয়ভাবে আনিসের মৃত্যুও হলো ভূমিকম্পের শিকার হয়ে, ২০২৩ সালে।
সম্প্রতিই তুরস্কের দক্ষিণাঞ্চলে ঘটে যাওয়া স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে তিনি মারা যান। রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।
উসমান আনিসের মা আসিয়া তুর্ক বলেন, ভূমিকম্পের রাতে চোখ খোলার পর দেখি সবকিছু সজোরে দুলছে। দ্রুত আমি স্বামীকে জাগিয়ে পিলারের সাথে আশ্রয় গ্রহণ করতে বলি। ছেলেদের জাগ্রত করতে অগ্রসর হতেই আমার মাথার ওপর ছাদ ভেঙ্গে পড়ে।
তিনি আরো বলেন, ৭.৭ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পের রাতে আমার বড় ছেলে উসমান আনিস ছোট ছেলে আমির খানের সাথে ঘুমিয়ে ছিল। হঠাৎ ভূমিকম্পের ধ্বংসলীলা শুরু হলে উসমান ছোট ভাইকে ধ্বংস্তূপ থেকে নিরাপদে বের করতে পেরেছে। কিন্তু নিজেকে রক্ষা করতে পারেনি। ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে তার জীবন প্রদীপ নিভে গেছে। আল্লাহ এই পর্যন্তই তার জীবন রেখেছিলেন!
-জিও নিউজ অবলম্বনে আমিরুল ইসলাম লুকমান
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা