ভয়াবহ ভূমিকম্প : উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছে তুরস্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৬
ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রায় দুই সপ্তাহ পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমের সমাপ্তি টানতে যাচ্ছে তুরস্ক। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কয়েকটি প্রদেশে এ কার্যক্রম শেষ করে দেয়া হয়েছে।
শনিবার এ কথা জানিয়েছেন, তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা- এএফএডি।
সংস্থাটির প্রধান ইউনিস সেজার শনিবার জানিয়েছেন, ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন। অধিকাংশ ক্ষতিগ্রস্ত প্রদেশে ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করে দেয়া হয়েছে।
আগামীকাল রাত নাগাদ এ অভিযান শেষ করা হতে পারে বলে জানান তিনি।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণহানি ঘটে ৪৬ হাজারের বেশি মানুষের। ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়। অর্থনৈতিক ক্ষতি হয় কয়েক বিলিয়ন ডলারের।
সেজার বলেন, আমরা সম্ভবত ইতিহাসের বৃহত্তম দুর্যোগের সম্মুখীন হয়েছি। এ ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, এ ভূমিকম্পে সিরিয়ায় ৫ হাজার ৮০০’র বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগ মারা গেছেন উত্তর-পশ্চিমাঞ্চলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পবিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ২৬ মিলিয়নের মতো মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা