ওমরার জন্য জমানো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করলেন ৭৪ বছরের বৃদ্ধ
- আমিরুল ইসলাম লুকমান
- ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪১
মোহাম্মদ কাকরহান। ৭৪ বছর বয়সী তুরস্কের বৃদ্ধ। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে নিজের জমানো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করেছেন। তার এই মহানুভবতার ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্বের নানা প্রান্তের অগণিত দর্শক তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার জিও নিউজ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে- একজন বৃদ্ধ তুরস্কের সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ঘরবাড়িহারা লোকদের জন্য স্থাপিত ক্যাম্প পরিদর্শনে এসেছেন। সেখানে নিজের ওমরাহ পালনের জন্য গচ্ছিত অর্থ তিনি মানবসেবায় দান করে দিয়েছেন। তাকে এ সময় ক্রন্দন করতে করতে স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলতে দেখা যায়।
সূত্র জানাচ্ছে, বয়স্ক মেহমেত কাকরহান চলতি বছরে আর মাত্র ১০ দিন পর ওমরা পালনের জন্য সৌদি আরবে গমনের ইচ্ছা পোষণ করেছিলেন। এ লক্ষ্যে তিনি দীর্ঘদিন অর্থও জোগাড় করেছেন। কিন্তু নিজ দেশের প্রিয় মানুষদের এমন দুর্দিনে তিনি এগিয়ে না এসে থাকতে পারেননি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তহবিল গঠনের উন্মুক্ত আহ্বান করা হলে তিনি সাড়া দেন। রেডক্রসের তাবুতে এসে তিনি অর্থ দান করেন।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : জিও নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা