২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
তুরস্কে ভূমিকম্প

ধ্বংসস্তুপ থেকে উদ্ধারের পর যুবকের প্রথম প্রশ্ন, ‘আমার মা কেমন আছেন?’

ধ্বংসস্তুপ থেকে উদ্ধারের পর যুবকের প্রথম প্রশ্ন, ‘আমার মা কেমন আছেন?’ - ছবি : সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতাইয়ে ভূমিকম্পের ২৬১ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হয়েছেন মোস্তফা অ্যাভিসি (৩৩) নামের এক যুবক। উদ্ধারের পর তিনি প্রথম প্রশ্ন রেখেছেন, ‘আমার মা কেমন আছেন?’

শুক্রবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দিন কাওজার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা অ্যাভিসিকে স্ট্রেচারযোগে হাসপাতালে নেয়া হচ্ছে। এ সময় তিনি তার বন্ধুর কাছে মোবাইল ফোনে কল দেয়ার জন্য এক উদ্ধারকর্মীকে অনুরোধ জানান। ওপাশ থেকে কল রিসিভ হলে অ্যাভিসি বন্ধুকে প্রথম জিজ্ঞেস করেন, আমার মা কেমন আছেন? পরিবারের সবাই কি নিরাপদে সরতে পেরেছেন?

অ্যাভিসির ফোন পেয়ে আবেগে কেঁদে ফেলেন তার বন্ধু। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, ‘সবাই ভালো আছে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমার কাছে আসছি।’

এ সময় অ্যাভিসি পরিবারের সদস্যদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তখন তার বন্ধু বললেন, আমি গাড়ি নিয়ে বের হয়েছি। আমি তোমার কাছে আসছি। একটু পরই পৌঁছে যাব।

অ্যাভিসি তখন ওই উদ্ধারকর্মীর হাতে চুম্বন করে বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি আপনাকে দীর্ঘায়ু করুন।

উল্লেখ্য, অ্যাভাসিকে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সিরিয়া ও তুরস্কে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ হাজার ৪৭২ জনে পৌঁছেছে।

সূত্র : সিএনএন, আলজাজিরা মুবাশির


আরো সংবাদ



premium cement