ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তুরস্কের বিশালাকার জাহাজ হাসপাতাল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৯, আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২১
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য বিশালাকার জাহাজ হাসপাতাল বানিয়েছে দেশটির নৌ বাহিনী। তারা বিভিন্ন অঞ্চলের আহত রোগীদের এনে চিকিৎসা দিচ্ছে।
রোববার প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর সাংবাদিকদের বলেন, তুর্কি নৌ বাহিনীর টিসিজি বায়রাক্তার এবং টিসিবি সানকাক্তার আহতদের নিয়ে এসে চিকিৎসা করছে।
তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৪২১ জনকে হাসপাতাল জাহাজের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়েছি। এবং এই সেবা অব্যাহত রয়েছে।’
আকরের মতে, টিসিজি ইস্কেন্দারুন মোট ৫৪৫ জনকে সরিয়ে এনেছে, যাদের মধ্যে ৩২৮ জন ভূমিকম্পে আহত।
তিনি উল্লেখ করেছেন যে ইস্কেন্দারুন উপসাগর দিয়ে (ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আদানা ও হাতাই প্রদেশের পাশ দিয়ে বয়ে গেছে) মোট ২৪টি জাহাজ এবং পাঁচটি হেলিকপ্টার মানুষ এবং জিনিসপত্র সরিয়ে নেয়ার কাজ করছে।
এছাড়া একটা তুর্কি সশস্ত্র বাহিনী বিমান সহায়তা করিডোরও তৈরি করেছে, যাতে ভয়াবহ বিপর্যয়ের পরে অবিলম্বে এই অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো পৌঁছে দেয়া যায়।
এক প্রেস ব্রিফিংয়ে তুরস্কের পরিবহন মন্ত্রী আদিল কারাইসমাইলোগ্লু বলেছেন, দক্ষিণাঞ্চলীয় আদিয়ামান প্রদেশে চার হাজার ১০৪ জন নিহত এবং প্রায় ১৩ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘আজ আদিয়ামানের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ধ্বংসস্তূপ থেকে আমরা ১০ জনকে জীবিত উদ্ধার করেছি। ছয় দিন পর জীবিত উদ্ধার একটি অলৌকিক ঘটনা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা