২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে ভূমিকম্প : ১৪৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলো দুধের শিশু

তুরস্কে ভূমিকম্প : ১৪৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলো দুধের শিশু - ছবি : সংগৃহীত

তুরস্কে ভূমিকম্পের ১৪৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে একটি দুধের শিশুকে। রোববার তুরস্কের গাজী আন্তাব প্রদেশের একটি ছয়তলা ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, রোববার আন্তাব প্রদেশের নিজেব জেলায় উদ্ধারকর্মীরা কাজ করছিল। এ সময় একটি ছয়তলা ভবনের নিচে একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। পরে উদ্ধারকর্মীরা ওই আওয়াজ অনুসরণ করে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ নয় ঘণ্টার অব্যাহত প্রচেষ্টার পর তারা শিশু পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। এ সময় তারা শিশুর অসাড় দেহ উদ্ধার করে। পরে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া হাতাই প্রদেশের আতাকিয়া জেলা থেকে ১৪০ ঘণ্টা পর অলৌকিকভাবে সাত মাসের একটি শিশুকে উদ্ধার করা হয়েছে!

শনিবার একই প্রদেশ থেকে ১৪০ ঘণ্টা পর এক গর্ভবতী নারী ও তার ভাইকে উদ্ধার করা হয়।

কাহরামানমারাস প্রদেশের ওনিকিসুবাত জেলায় মোহাম্মাদ হাবিব নামের ২৬ বছর বয়সী এক যুবককে ১১তলা ভবনের ধ্বংসস্তুপ থেকে বের করে আনা হয়।

হাতাই‘য়ের আতাকিয়া জেলা থেকে ১৩৮ ঘণ্টা পর ফাতমা ওয়েল নামে একজনকে উদ্ধার করা হয়।

এছাড়া ১৩৩ ঘণ্টা পর বেঁচে ফিরে ১৩ বছরের ইসমা সুলতান।

এই ধরনের অনেক উদ্ধারের ঘটনা টিভি’তে সরাসরি দেখানো হয়।

এই পর্যন্ত ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি। জাতিসঙ্ঘ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি ও আল জাজিরা


আরো সংবাদ



premium cement