ধ্বংসস্তূপে আটকা পড়ে অনবরত কুরআন তেলাওয়াত করছিলেন এই তুর্কি (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৮
শনিবার বিকেলে সবশেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। এর আগের দিন তথা শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায়- ধ্বংসস্তূপে আটকে পড়া এক তুর্কিকে উদ্ধার করা হচ্ছে এবং তিনি অনবরত পবিত্র কুরআনে কারিম তেলাওয়াত করে যাচ্ছেন।
শুক্রবার আলজাজিরা জানায়, ওই তুর্কি ভূমিকম্পের পর ধ্বংস্তূপে পরিণত হওয়া তার ঘরের নিচে আটকা পড়েছিলেন। সেখান থেকে উদ্ধারের সময় দেখা যায়- তিনি কুরআন তেলাওয়াত করছেন। সূরা বাকারার কয়েকটি আয়াত তেলাওয়াত করছিলেন আহত ওই তুর্কি।
ভিডিওতে তাকে যে আয়াত দু’টি তেলাওয়াত করতে দেখা যাচ্ছে, তার বাংলা অনুবাদ হলো- ‘...প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর ওপর, তাঁর ফেরেশতাকুল, কিতাবসমূহ ও তাঁর রাসূলগণের ওপর, আমরা তাঁর রাসূলগণের কারও মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।’ (সূরা বাকারা, আয়াত : ২৮৫)
আরো পড়ুন-মৃত্যুর আগে ধ্বংসস্তূপ থেকে বাবাকে নিয়ে ছোট্ট মেয়ের আবেগঘন চিরকুট
‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার ওপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের ওপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের ওপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।’ (সূরা বাকারা, আয়াত : ২৮৬)
সিএনএন তুর্ক জানায়, তুর্কি ওই নাগরিকের নাম ওসমান ফুরাত (৪৭)। তিনি একজন পুলিশ সদস্য। তিনি তুরস্কের কাহরামানমারস অঞ্চলে বসবাস করতেন। দুর্ঘটনার ১০০ ঘণ্টারও বেশি সময় পর তাকে জীবিত উদ্ধার করা হয়।
তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহও ওসমান ফুরাতকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার সময়কার একটি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়- তিনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছেন।
আহাবের নামের একটি তুর্কি পত্রিকা একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ধ্বংস্তূপে আটকে পড়া এক ব্যক্তিকে পবিত্র কুরআন তেলাওয়াত করতে দেখা যায়। এটি হাতায় এলাকার ঘটনা।
বৃহস্পতিবার সিরীয় একটি শিশুকে ৪০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়। ইদলিবের একটি ধ্বংস্তূপের নিচে সে কুরআন তেলাওয়াত ও ইস্তিগফার পাঠ করছিল। এ সংক্রান্ত একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক তুর্কি বৃদ্ধের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- ধ্বংস্তূপের নিচে তিনি কাতরাচ্ছেন এবং তার পাশেই পবিত্র কুরআনের একটি প্রতিলিপি। যতক্ষণ তার দেহে প্রাণ ছিল, সেটিকে তিনি আঁকড়ে ধরেছিলেন। কাহরামানমারস অঞ্চলের ঘটনা এটি।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা