সিরিয়া ও তুরস্ককে ১০ লাখ ডলার অনুদান দেবে অলিম্পিক মুভমেন্ট
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৬
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অলিম্পিক সম্প্রদায়কে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ), ইউরোপিয়ান অলিম্পিক কমিটিস (ইওসি) এবং অলিম্পিক রিফিউজ ফাউন্ডেশন (ওআরএফ)।
শুক্রবার এক বিবৃতিতে আইওসি সভাপতি থমাস বাখ বলেন, 'আমি তুরস্কের ন্যাশনাল অলিম্পিক কমিটি (এনওসি) সভাপতি এবং সিরিয়ার ন্যাশনাল অলিম্পিক কমিটি (এনওসি) প্রেসিডেন্টের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জেনেছি যে এই ভূমিকম্প স্থানীয় অলিম্পিক সম্প্রদায়ের অনেক সদস্যের ওপর কেমন প্রভাব ফেলেছে।’
তিনি আরো বলেন, ‘তুরস্কে আমাদের প্রথম ধাপের জরুরি সহায়তা অলিম্পিক রিফিউজ ফাউন্ডেশন এবং তাদের অংশীদারদের মাধ্যমে পরিচালিত হবে। সিরিয়ায় আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ করতে সক্ষম এমন বিভিন্ন আন্তর্জাতিক এনজিও এবং জাতিসঙ্ঘের সংস্থাগুলোর সাথে কাজ করবো।’
আইওসি আরো ঘোষণা করেছে যে ওআরএফ খাদ্য, বস্ত্র ও কম্বলসহ মানবিক সহায়তার জন্য মূলত ‘স্পোর্টস ফর সলিডারিটি’- প্রোগ্রামকে সমর্থন করার জন্য পরিকল্পনা করা তহবিল থেকে এই সহায়তা করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা