২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে ভূমিকম্প : ক্ষতিগ্রস্তদের নিজের সব সঞ্চয় উপহার দিয়ে প্রশংসায় ভাসছে ছোট্ট শিশু জায়নাব

কমলা রঙের বৃত্তে আবৃত শিশু জায়নাব - ছবি : ইয়েনি শাফাক

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরায়ায় বিশ্বের নানা প্রান্ত থেকে মানবিক সহায়তা আসছে। এবার সেই ধারাবাহিকতায় নিজের অসামান্য উদারতা দেখাল জায়নাব নামের এক তুর্কি শিশু। সে তার বিগত সময়ে সঞ্চয় করা সব অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কিদের উপহার দিয়ে প্রশংসায় ভাসছে।

বৃহস্পতিবার তুরস্কের বিতলিস পৌর এলাকা থেকে প্রকাশিত এক বিবৃতি জানানো হয়, দেশব্যাপী ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। নিজের সঞ্চয় উপহার দিয়ে এ কার্যক্রমে অংশ নিয়েছে জায়নাব।

শুক্রবার ইয়েনি শাফাক জানায়, এরই মধ্যে ছোট্ট মেয়ে জায়নাব তার উপহার বিতলিসের মেয়র নাসরুল্লাহ তাঙ্গলাইয়ের কাছে হস্তান্তর করেছে।

এ প্রসঙ্গে মেয়র নাসরুল্লাহ বলেন, ‘আমরা খুব শিগগিরই সংগৃহীত ত্রাণ ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেব। আমাদের এই ছোট্ট মেয়েটি কোনো দ্বিধা ছাড়াই তার সঞ্চয় আমাদের ফান্ডে দিয়ে দিয়েছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রতি শুকরিয়া জানাচ্ছি।’

তবে জায়নাবের উপহার দেয়া সঞ্চয়ের পরিমাণ কত ছিল, সেটা উল্লেখ করেনি কোনো পত্রিকা; বরং ছোট্ট মনের এই অসীম উদারতাকে সম্মান জানিয়েই তাকে বাহবা দেয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসিত হচ্ছে জায়নাব।

সূত্র : ইয়েনি শাফাক ও আনাদোলু এজেন্সি

 


আরো সংবাদ



premium cement