তুরস্কে উদ্ধার অভিযানে উদ্ধারকারী দল পাঠাল মেক্সিকো-দ. কোরিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯, আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৬
ভূমিকম্পে ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়া মানুষ খুঁজে বের করতে উদ্ধারকারী দলের সাথে প্রিয় কুকুরটিকে তুরস্কে পাঠাচ্ছে মেক্সিকো। এছাড়া দক্ষিণ কোরিয়াও ১১০ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে।
সোমবার সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে তুরস্কে হাজার হাজার ভবন ধসে পড়েছে। তাতে অনেকে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ডের মতে, কমপক্ষে ১৬টি কুকুর তাদের হ্যান্ডলারদের সাথে মঙ্গলবার তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেছে।
তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকারী দল ইতোমধ্যে তুরস্কে যাত্রা করেছে।’
দক্ষিণ কোরিয়ার ইয়োন হাপ নিউজ অ্যাজেন্সি জানায়, অভিযানে কোরিয়ার দুর্যোগ ত্রাণ দলের ৬০ জন সদস্য এবং সামরিক বাহিনীর ৫০ জন থাকবে।
এছাড়া তুরস্কের জন্য ইতোমধ্যে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।
এদিকে মেক্সিকো সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানের দলে মেক্সিকান সেনাবাহিনীর অনুসন্ধান ও উদ্ধার বিশেষজ্ঞ, নৌবাহিনীর সদস্য, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা এবং রেড ক্রসের ১৫ জন সদস্য’ অন্তর্ভুক্ত ছিল।
এব্রার্ড দলের একটি ভিডিও শেয়ার করেছেন, যার মধ্যে রয়েছে বেলজিয়ান ম্যালিনোইস, অস্ট্রেলিয়ান শেপডগস এবং ল্যাব্রাডরস। তিনি মেক্সিকান রেড ক্রসের সদস্যদের এবং তাদের কুকুরদের ভিডিও পোস্ট করেছেন।
মেক্সিকো সিটিতে ২০১৭ সালের ভূমিকম্পের পর অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের কুকুরগুলো দেশটির স্থিতিস্থাপকতার প্রতীক হয়ে উঠেছে। ওই ট্রাজেডিতে শহরের শত শত মানুষ নিহত হয়েছিলেন।
সূত্র : আল-জাজিরা ও সিএনএন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা