তুরস্কে আরেকটি শক্তিশালী ভূমিকম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৮, আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৫
তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে তুরস্কে। অন্তত ৭.৫ মাত্রার এ কম্পনটি অনুভূত হয়েছে দক্ষিণ-পূর্ব তুরস্কে।
তুরস্কের এএফএপি জরুরি সেবা কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস এ ভূমিকম্পের কথা জানিয়েছে।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৬। অপরদিকে ইউএসজিএস বলছে, মাত্রা ছিল ৭.৫ এবং এটি হয়েছে সোমবার ১টা ২৪ মিনিটে কাহরামাসমারাস প্রদেশের একিনোজু শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে।
কয়েকঘণ্টা আগে সেখানে ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
আগের ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মোট ১ হাজার ৪৭২ জন। এর মধ্যে তুরস্কে ৯১২ জন ও সিরিয়ায় ৫৬০ জন।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা