তুরস্কে নির্বাচন ১৪ মে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৩, ১১:২৯, আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩, ১১:৫১
আগামী ১৪ মে তুরস্কের পরবর্তী পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
বুরসা প্রদেশে শনিবার যুব সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। রোববার এই ঘটনার ভিডিও প্রকাশিত হয়।
এরদোগান বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ যে আমরা আমাদের পথ আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি, আমাদের তরুণরা অনেক মূল্যবান, যারা আগামী ১৪ মে প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিতে পারবেন।’
তিনি গত সপ্তাহে নির্বাচনের তারিখের ইঙ্গিত দিয়েছিলেন।
এরদোগান বলেন যে আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে সময় জানান হবে। তারপর তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল নির্বাচনের জন্য প্রস্তুত হবে।
নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।
সূত্র: আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা