আফ্রিকায় তুরস্কের ১১ হাজার কুরআন উপহার
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জানুয়ারি ২০২৩, ১৭:২০
সদ্য সমাপ্ত ২০২২ সালে আফ্রিকার আটটি দেশে পবিত্র কুরআনের অন্তত ১১ হাজার ২১৫টি প্রতিলিপি উপহার দিয়েছে তুরস্ক।
রোববার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির এনজিও সংস্থা হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের (আইএইচএইচ) সহযোগিতা ও তত্ত্বাবধানে কুরআন উপহার প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
গত বছর নাইজেরিয়াতে সাড়ে তিন হাজার, মালিতে আড়াই হাজার, বুর্কিনা ফাসোতে দুই হাজার ১৮৪, শাদে এক হাজার, গিনিতে ৬০০, ইথিওপিয়ায় ৫৮৬, বেনিনে ৫০০ এবং সুদানে ৩৪৫টি কুরআনের প্রতিলিপি উপহার দেয়া হয়েছে।
এর আগে, ২০২১ সালে এই মহাদেশের সাতটি দেশে অন্তত ২১ হাজার কুরআনে কারিম উপহার দেয় তুরস্ক। দেশগুলো হলো- গিনি-মালি (১৩ হাজার ৫০০), শাদ (দুই হাজার ৯০০)’, ঘানা (দুই হাজার), নাইজার ও সুদান (দুই হাজার) এবং সিয়েরা লিওন (৬০০ কপি)।
আইএইচএইচ জানায়, তারা এ পর্যন্ত সারা বিশ্বে অন্তত দুই লাখ ৭৪ হাজার কুরআনের মাসহাফ (প্রতিলিপি) উপহার দিয়েছে।
শুধু আফ্রিকাতেই নয়; বিশ্বের নানা প্রান্তে প্রয়োজনগ্রস্ত মুসলিমদের মধ্যে নিয়মিতভাবে কুরআনের প্রতিলিপি বিতরণ করে মানবাধিকার সংস্থা ‘আইএইচএইচ’।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা