পার্লামেন্টে হেডস্কার্ফ সংশোধনী প্রস্তাব পেশ করেছে একে পার্টি
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২২, ১০:৫৫
তুরস্কের পার্লামেন্টে হেডস্কার্ফ সংশোধনী প্রস্তাব পেশ করেছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)।
ডেইলি সাবাহ এই খবর জানিয়েছে।
দলের ভাইস-চেয়ারম্যান ওজলেম জেনগিন বলেছেন, হেডস্কার্ফ বিষয়ে সাংবিধানিক সংশোধনী প্রস্তাব শুক্রবার পার্লামেন্টের স্পিকার মুস্তফা সেন্টপের কাছে জমা দেয়া হয়েছে।
রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
ওজলেম জেনগিন জানান, বিলটিকে সমর্থন করে স্বাক্ষর করেছেন পার্লামেন্টের ৩৬৬ জন সদস্য। পার্লামেন্টের ছয় শ’ আসনের মধ্যে ৩৩৪টি একে পার্টি এবং তাদের জোটের।
তিনি বলেন, ‘একে পার্টির কাছে হেডস্কার্ফ ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ। এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা