সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে ৩ জন নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ নভেম্বর ২০২২, ১৫:৫৬, আপডেট: ২১ নভেম্বর ২০২২, ১৮:৩০
সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে তিনজন নিহত হয়েছে। তুরস্কের সিরীয় সীমান্তবর্তী জেলা কারকামিসে এ ঘটনা ঘটে। এসব তথ্য জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু।
সোমবার সিরিয়া থেকে পাঁচটি রকেট ছোড়া হয়। যার একটি গিয়ে পড়ে একটি স্কুলে। এতে ছয়জন আহত হয়, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে প্রকাশ, রকেটগুলো সিরিয়ান শহর জারাবলুসের সাথে কারাকামিসের সংযোগ স্থাপনকারী বর্ডার ক্রসিংয়ের কাছে দুটি বাড়ি ও একটি ট্রাকে পড়ে।
উত্তর সিরীয় কুর্দিদের এ ঘটনায় দায়ী করছে তুরস্ক। রোববার কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে লক্ষ্য করে তুরস্কের বিমান বাহিনীর বিমান হামলার পরদিন সোমবার এসব রকেট ছুড়া হলো।
তুরস্ক এ ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করছে। এ সংগঠনটি এর আগে গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলা চালিয়েছিল, যাতে ছয়জন মানুষ নিহত হয়েছিল। ওয়াইপিজিকে সিরিয়ায় পিকেকের সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।
তবে ইস্তাম্বুলে হামলার দায় অস্বীকার করে পিকেকে।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা