ইস্তাম্বুলে বিস্ফোরণের জের : সিরিয়া ও ইরাকে তুরস্কের বোমা হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২২, ০৯:১৫
তুর্কি সামরিক বিমান উত্তর সিরিয়া ও ইরাকের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে ইস্তাম্বুলে একটি বিস্ফোরণের সাথে এসব লক্ষ্যবস্তুতে হামলার সম্পর্ক রয়েছে। ইস্তাম্বুলের ওই বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছিল।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইস্তাম্বুলে ওই জঘন্য হামলা যারা চালিয়েছিল, তাদের বিরুদ্ধেই এই আক্রমণ হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি।
আঙ্কারা ইস্তাম্বুল বিস্ফোরণের জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। এই সংগঠনটি সিরিয়ান কুর্দি গ্রুপগুলোর সাথে জড়িত। কুর্দি যোদ্ধারা অবশ্য বিস্ফোরণের দায়ভার গ্রহণ করেনি।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা