তুরস্কে বোমা হামলা : পরিকল্পনাকারী হিসেবে সিরিয়ান নারী গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ নভেম্বর ২০২২, ১৬:১৩
তুরস্কের পুলিশ বলছে, তারা ইস্তাম্বুলে বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে একজন সিরিয়ান নারীকে গ্রেফতার করেছে। তারা বলছে, ওই নারী কুর্দিস উগ্রবাদীদের হয়ে কাজ করছিল।
ইস্তাম্বুলের কেন্দ্রস্থলের ওই বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে।
পুলিশকে উদ্ধৃত করে বেসরকারি টেলিভিশন এনটিভি জানিয়েছে, ওই নারী ‘সিরিয়ান নাগরিক’। আঙ্কারার সন্ত্রাসী তালিকাভুক্ত কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) নির্দেশে তিনি এ হামলার পরিকল্পনা করেছেন।
এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলের ব্যস্ততম কেনাকাটার এলাকায় রোববার বিকেলে এ হামলার জন্য পিকেকে দায়ী করেছিলেন।
এ ঘটনায় পুলিশ ৪৬ জন সন্দেহভাজনকে আটক করেছে। এর মধ্যে ওই পরিকল্পনাকারী ব্যক্তি রয়েছেন বলে জানানো হয়েছে।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু বলেছেন, ‘যে ব্যক্তি ওই পরিকল্পনা করেছেন তাকে গ্রেফতার করা হয়েছে।’
তুরস্কের কর্তৃপক্ষ বিশ্বাস করে, যে ব্যক্তি বোমা বহন করেছেন তার কুর্দিস উগ্রবাদীদের সাথে যোগসূত্র ছিল। একজন তুর্কি কর্মকর্তা পৃথক এক প্রতিবেদনে জানিয়েছেন, দুই গ্রুপটির সাথে মধ্যপ্রাচ্যের আলোচিত উগ্রবাদী গোষ্ঠী আইএসআইয়ের কোনো যোগসূত্র নেই।
সূত্র : আরব নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা