তুরস্কে কেনিয়ান তরুণীর ইসলাম গ্রহণে রাজকীয় সংবর্ধনা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ নভেম্বর ২০২২, ১৬:১৩, আপডেট: ১১ নভেম্বর ২০২২, ১৭:১৭
তুরস্কের বুরসা প্রদেশে হিলডা চেবেট রোটিচ নামের এক কেনিয়ান তরুণী ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে যায়নাব।
গত বুধবার এ উপলক্ষে বুরসার কেন্দ্রীয় দারুল ইফতা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রদেশটির ডেপুটি মুফতি নুরুল্লাহ কোচান। এছাড়াও রাষ্ট্রীয় উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে বুরসা প্রদেশের ডেপুটি মুফতি নুরুল্লাহ কোচান যায়নাবকে উদ্দেশ করে বলেন, সত্যিকারের মুসলিম হওয়ার জন্য তোমাকে ঈমানের মৌলিক বিষয়াবলী শিখে নিতে হবে। জেনে নিতে হবে ইবাদতের নিয়ম-কানুন। জীবনকে ঢেলে ইসলামের রঙে সাজাতে হবে। এসব অল্পদিনেই শেখা হয়ে যাবে না। প্রতিনিয়ত শিখে যেতে হবে।
এ সময় তিনি সবার সামনে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে বললেন যায়নাবকে। তখন যায়নাব কালেমায়ে শাহাদাত পড়ে ইসলামে প্রবেশের ঘোষণা দিলেন।
অনুষ্ঠানে যায়নাবকে নানা ধরনের উপহার সামগ্রী দেয়া হয়। উপহারের তালিকায় নবীজি সা:-এর জীবনী ও এক কপি কুরআন শরীফও ছিল।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা