২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

তুরস্কে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু - ছবি : সংগৃহীত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা নগরীর একটি বাড়িতে অগ্নিকাণ্ডে অন্তত নয়জন মারা গেছে। তাদের মধ্যে আটজনই শিশু।

বুধবার নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

বুধবার রাতে জরুরি টেলিফোন কলে সাড়া দিয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশগুলো উদ্ধার করে।

দমকল বাহিনী জানিয়েছে, তারা সকলে একই পরিবারের সদস্য। রাতে ঘুমিয়ে থাকার সময় বাড়িতে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের শিকার হওয়া পরিবারটি সিরীয়। নিহতদের মধ্যে ছয় ভাইবোন, তাদের মা ও দুই কাজিন রয়েছে। শিশুদের কারো বয়স ১১ বছরের বেশি না।

গভর্নরের দফতর জানায়, প্রাথমিক খবরে জানা গেছে পরিবারটি ঘুমিয়ে থাকার সময় স্টোভ হিটার থেকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে তদন্ত চলছে।

তুরস্কে প্রায় চার লাখ সিরীয় শরণার্থী রয়েছে। সিরিয়ায় দীর্ঘ দিন ধরে গৃহযুদ্ধ চলায় তারা দেশ ছাড়ে।

সূত্র : সিনহুয়া/বাসস


আরো সংবাদ



premium cement