ইস্তাম্বুলে ২টি মাদরাসায় হিফজ সমাবর্তন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ অক্টোবর ২০২২, ১৫:৩৯
তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলের দুইটি মাদরাসায় হিফজ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। দুইটি মাদরাসা থেকে যথাক্রমে ৫০ ও ৪১ জন কিশোর-কিশোরীর সম্পূর্ণ কুরআনের হিফজ উপলক্ষে এই সমাবর্তনের আয়োজন করা হয়।
শুক্রবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআর এজেন্সি আরবি জানায়, দু’টি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন দেশটির ধর্ম বিষয়ক প্রধান প্রফেসর ড. আলী এরবাশ।
আরো পড়ুন- মুসলিম বান্ধবীদের আচরণে মুগ্ধ কলম্বিয়ান তরুণীর ইসলাম গ্রহণ
সমাবর্তন অনুষ্ঠানে নিজের ব্ক্তৃতায় হাদিসের উদ্ধৃতি দিয়ে আলী এরবাশ বলেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যিনি কুরআন শিক্ষা দেন এবং শিক্ষা করেন।”- এজন্য তোমরা কুরআন শিখেছো এবং ভবিষ্যতে অন্যকে শেখাবা।’
তিনি আরো বলেন, ‘যেসব কিশোর-কিশোরী পবিত্র কুরআন হিফজ করে নিজেদের হৃদয়কে আলোকিত করেছো, আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। একইসাথে আমার শুভেচ্ছা- তোমাদের বাবা-মা ও শিক্ষকদের প্রতিও। তোমরা হিফজের মাধ্যমে পবিত্র কুরআন সংরক্ষণকারী দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে আর হাফেজে কুরআন আল্লাহর বরকতের চাদরে সুরক্ষিত থাকে।’
ড. আলী এরবাশ বলেন, ‘পবিত্র কুরআন পৃথিবীর সবচেয়ে বড় মুজিযা ও ইসলামের প্রধান উৎস, আল্লাহ তা নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য।’
ইস্তাম্বুলের দু’টি মাদরাসা থেকে হিফজ সমাপনকারীদের মধ্যে ৬৫ জন কিশোর ও ২৬ জন কিশোরী।
সূত্র : টিআর এজেন্সি আরবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা