তুরস্কে এসটিএম৫০০ যুদ্ধ সাবমেরিনের পরীক্ষামূলক উৎপাদন শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুন ২০২২, ১২:৪০, আপডেট: ২৮ জুন ২০২২, ১২:৪৭
ছোট আকারের একটি যুদ্ধ সাবমেরিনের পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে যাচ্ছে তুরস্ক। দেশটির প্রকৌশলীদের ডিজাইন করা এসটিএম৫০০ একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের (এসএসবি) প্রধান ইসমাইল ডেমির এ কথা জানিয়েছেন।
এক টুইটার বার্তায় তিনি জানান, ‘এটি আমাদের জাতীয় সাবমেরিন অ্যাডভেঞ্চারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমরা এসটিএম৫০০ সাবমেরিনের উৎপাদন শুরু করছি, যা দেশীয় সম্পদ দিয়ে তুর্কি প্রকৌশলীরা ডিজাইন করেছিলেন।’
তিনি জোর দিয়ে জানান, ‘এসটিএম৫০০ উন্মুক্ত সমুদ্রে এবং অগভীর পানি- উভয়ক্ষেত্রে যেন কাজ করতে পারে এমনভাবে ডিজাইন করা হয়েছে।’
ইসমাইল ডেমির বলেন, ‘এটি কৌশলগত প্রয়োজন যেমন- পুনরুদ্ধার ও নজরদারি এবং বিশেষ বাহিনীর অভিযান ও সাবমেরিন বিরোধী যুদ্ধেও সাড়া দিতে পারে। এসটিএম৫০০ সাবমেরিনটি উন্নত এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত করা হবে।’
এসটিএম৫০০ সাবমেরিনটির উন্নয়নে কাজ করছে তুরস্কের নামকরা প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এসটিএস। এটি কোনো ধরনের সমস্যা ছাড়াই ৩০ দিন যেকোনো ধরনের মিশনে অংশ নিতে পারবে। সাবমেরিনটিতে ১৮ জন ক্রু ছাড়াও আটজনের একটি বিশেষ বাহিনী থাকবে। প্ল্যাটফর্মটিতে মোট আটটি ভারী টর্পেডো এবং চারটি রেডি-টু-ফায়ার টর্পেডো টিউবসহ গাইডেড-মিসাইল ফায়ারিং ক্ষমতা থাকবে।
সূত্র : ডেইলি সাবাহ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা