তুরস্কে পৌঁছেছেন সৌদি ক্রাউন প্রিন্স
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জুন ২০২২, ২১:৩২
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার তুরস্কে পৌঁছেছেন। আঞ্চলিক সফরের শেষ পর্যায়ে তিনি তুরস্কে গেলেন।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান আঙ্কারর প্রেসিডেন্টশিয়াল কমপ্লেক্সে সৌদি ক্রাউন প্রিন্সকে স্বাগত জানান।
কমপ্লেক্সে প্রবেশের আগে প্রিন্স ও প্রেসিডেন্ট গার্ড অব অনার পরিদর্শন করেন।
সৌদি প্রিন্স জর্ডান থেকে তুরস্কে গেছেন। জর্ডানে অবস্থানকালে তিনি বাদশাহ আবদুল্লাহর সাথে বৈঠক করেছেন।
বিদায়ের সময় বাদশাহ আবদুল্লাহ বলেন, প্রিন্স মোহাম্মদ এই সফরের মাধ্যমে জর্ডানকে সম্মানিত করেছেন, এবং সৌদি আরব সবসময় আরব ও মুসলিম দুনিয়াকে সমর্থন দিতে থাকবে। মঙ্গলবার বাদশাহ আবদুল্লাহ ক্রাউন প্রিন্স মোহাম্মদকে অর্ডার অব আল-হোসাইন বিন আলীতে ভূষিত করেন।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ সোমবার মিসরের মাধ্যমে তার আঞ্চলিক সফর শুরু করেন।
সূত্র : আরব নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা