২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ন্যাটো সম্মেলনেই সুইডেন ও ফিনল্যান্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য নয় তুরস্ক

ইব্রাহিম কালিন - ছবি - সংগৃহীত

চলতি মাসের শেষের দিকে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে সুইডেন এবং ফিনল্যান্ডের সদস্যপদ আবেদনের বিষয়ে তুরস্ককে সিদ্ধান্ত নিতে হবে বলে কোনো বাধ্যবাধকতা নেই। শনিবার দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এ কথা বলেছেন।

ন্যাটো সম্মেলনের আগে মাদ্রিদ সফরে গিয়ে আনাদোলু এজেন্সিকে (এএ) তিনি বলেন, সুইডেন এবং ফিনল্যান্ড তুরস্কের দাবির প্রতি কীভাবে সাড়া দেয় তার ওপর সদস্যপদ দেয়া নির্ভর করবে।

কালিন বলেন, ‘আমরা ন্যাটো শীর্ষ সম্মেলনের সময়ের মধ্যে নিজেদের সীমাবদ্ধতা দেখি না।’

তিনি বলেন, রাশিয়ার ইউক্রেনে আক্রমণ এবং জোটের মধ্যে সহযোগিতার মতো সাধারণ সমস্যাগুলো মোকাবিলায় শীর্ষ সম্মেলনটি গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া জোটের মধ্যে সহযোগিতা এবং শক্তিশালী মিত্রদের বর্তমান সদস্যদের উদ্বেগ দূর করতে পদক্ষেপ নিতে হবে।

তিনি আরো বলেন, ‘বিষয়টা এমন নয় যে, ন্যাটো সম্মেলন চলাকালেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুইডেন এবং ফিনল্যান্ড সন্ত্রাসবাদ দমনের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেবে তা প্রকাশ্যে, স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে তুলে ধরেছে।’

তিনি বলেন, আঙ্কারা কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। কারণ ফিনল্যান্ড ও সুইডেনে সন্ত্রাসী পিকেকে’র সদস্যরা স্বাধীনভাবে চলা ফেরা করছে।

উল্লেখ্য, পিকেকে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠন।

চলতি বছরের মে মাসে ন্যাটোর সদস্য হতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে নরডিক অঞ্চলের দুটি দেশ ফিনল্যান্ড ও সুইডেন। এই ধরণের একটি সিদ্ধান্তের কারণেই ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালায় রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধের সূচনা হয়।

তুরস্ক ন্যাটো জোটের একটি দীর্ঘস্থায়ী সদস্য। ফিনল্যান্ড ও সুইডেনকে সদস্যপদ দিতে আপত্তি জানিয়েছিল দেশটি। কারণ দেশ দুটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করে।


আরো সংবাদ



premium cement
ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৮৪২ মামলা বন্দরে অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা ৪০ বছর পর শ্মশানের জমি বুঝে পেল হিন্দু ধর্মাবলম্বীরা প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান

সকল