২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিসরের বিখ্যাত কারীর ইমামতিতে আয়া সোফিয়ায় ৮৮ বছর পর ‘শবে কদর’

- ছবি : সংগৃহীত

দীর্ঘ ৮৮ বছর পর তুরস্কের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে পবিত্র শবে কদর উদযাপিত হয়েছে। এ বছর শবে কদরে সেখানে ইমামতি করেছেন মিসরের বিখ্যাত কারী শায়খ ড. আহমাদ নেইনা।

স্থানীয় সময় বুধবার তুরস্কে ‘শবে কদর’ উদযাপিত হয়। পবিত্র এ রাতে আয়া সোফিয়ায় নফল ইবাদতে অংশ নিতে হাজার হাজার মুসুল্লি উপস্থিত হন।

এ বিষয়ে শায়খ ড. আহমাদ নেইনার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লিখা হয়, ‘গির্জা থেকে মসজিদে রূপান্তরিত ইস্তাম্বুলের পবিত্র আয়া সোফিয়া মসজিদে প্রথম বারের মতো শায়খ ড. আহমাদ নেইনা। বুধবার ইশার নামাজের পর তিনি সেখানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন। তার এ তেলাওয়াত অনুষ্ঠান অন্তত ৪০টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।’

শায়খ ড. আহমাদ নেইনাকে ‘মুক্বরিউর রুআসা’ বা রাজাদের কারী আখ্যায়িত করা হয়। মিসরের সাবেক প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসেরকে তিনি শৈশবে কুরআন তেলাওয়াত শুনিয়েছেন। তাছাড়া সাবেক প্রেসিডেন্ট আনওয়ার সাদাত ও হুসনি মোবারকের সামনেও নানা উপলক্ষে একাধিক বার তেলাওয়াত করেছেন তিনি।

বুধবার আয়া সোফিয়ার পাশাপাশি তুরস্কের অন্যান্য মসজিদেও শবে কদর উপলক্ষে নানা ধর্মীয় আয়োজন ছিল। যেমন : কুরআন খতম, দোয়া মাহফিল, হামদ-নাত ও ওয়াজ মাহফিল।

উল্লেখ্য যে, ২০২০ সালের ২৪ জুলাইয়ে আয়া সোফিয়াকে জাদুঘর থেকে ফের মসজিদে রূপ দেন এরদোগানের নেতৃত্বাধীন একেপি সরকার। এর মাধ্যমেই সেদিন ৮৬ বছর পর সেখানে পুনরায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। তাতে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদাগানও উপস্থিত ছিলেন। কিন্তু গত দুই বছর করোনা মহামারীর কারণে মসজিদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শবে কদরও উদযাপিত হয়নি।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement