সৌদি সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ এপ্রিল ২০২২, ২৩:৩২
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান চলতি সপ্তাহে সৌদি আরব সফরের পরিকল্পনা করেছেন। কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলার পর এরদোগান এ সফরের পরিকল্পনা করেছেন।
২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। এ ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ আনে তুর্কি সরকার এবং এ ঘটনায় দু’দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি এ ইস্যুতে সৌদি আরব তাদের দেশে তুর্কি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
নাম প্রকাশ না করার শর্তে সফরের সাথে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এ সফরের সময়সূচি ঠিক হয়েছিল, তবে কিছু কারণে তা আগামী মাসেও হতে পারে।
তুরস্কের আদালত গত মাসে খাশোগি হত্যার মামলা স্থগিত করার নির্দেশ দিয়েছে। ২৬ আসামির অনুপস্থিতিতে এত দিন এ মামলা চললেও তুরস্কে মামলাটি সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা