রাশিয়া থেকে সিরিয়া যাওয়ার আকাশ পথ বন্ধ করল তুরস্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ এপ্রিল ২০২২, ১৯:২২
রাশিয়ার সামরিক ও বেসামরিক বিমানের জন্য সিরিয়া যাওয়ার আকাশ পথ বন্ধ করে দিয়েছে তুরস্ক। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, রাশিয়া থেকে সিরিয়া যাওয়ার জন্য তুরস্কের আকাশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। রাশিয়ার সকল সামরিক ও বেসামরিক বিমানের জন্য এ আকাশ পথ এখন বন্ধ থাকবে। এপ্রিল মাসের শেষে এটা বন্ধ করে দেয়া হবে। রুশ কর্তৃপক্ষকে মার্চ মাসে এ বিষয়টা জানানো হয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তিনি তুরস্কের সিদ্ধান্ত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে জানিয়েছেন। এরপর সের্গেই লাভরভ তুর্কি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। এর এক থেকে দু’দিন পর রুশ কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আর তুরস্কের আকাশপথ ব্যবহার করবে না। তুরস্কের আকাশপথ ব্যবহার না করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট নিজেই সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা