কৃষ্ণ সাগরে ভাসমান মাইন নিয়ে উদ্বিগ্ন তুরস্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ এপ্রিল ২০২২, ১৯:৫২
তুর্কি সামরিক ডুবুরি দলগুলো এই সপ্তাহে এই নিয়ে ২৬ মার্চ থেকে তুর্কি জলসীমায় তৃতীয় ভাসমান নৌ-মাইন নিরাপদে নিষ্ক্রিয় করেছে। তবে উপকূলীয় বিশেষজ্ঞরা বলেছেন, বিস্ফোরকগুলো এখনো ইস্তাম্বুলের বসফরাস প্রণালির জন্য হুমকিস্বরূপ।
রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থা ১৯ মার্চ জানায়, ৪২০টি নৌ-মাইন একটি ঝড়ের কবলে পড়ে কৃষ্ণ সাগরে ভেসে গেছে। এফএসবি বলেছে, ইউক্রেনীয় বাহিনী মাইনগুলো স্থাপন করেছিল। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই অভিযোগটিকে মিথ্যা তথ্য বলে উড়িয়ে দিয়েছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণ সাগরে নৌ-মাইন স্থাপন এবং সেগুলোকে ‘অনিয়ন্ত্রিত ভাসমান গোলাবারুদ’ হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে।
তুর্কি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত স্টাফ কর্নেল বোরা সেরদার বলেছেন, মাইনগুলো ভেসে যাওয়ার দাবি যদি সত্যি হয়, তাহলে বসফরাস প্রণালিতেও এই ঝুঁকি অব্যাহত থাকবে। অন্তত কয়েকটি মাইন প্রণালিতে ভেসে গেলেও অবাক হওয়ার কিছু নেই।
ন্যাটো সদস্য তুরস্ক বসফরাস প্রণালির কাছে ইস্তাম্বুলের কৃষ্ণ সাগর উপকূলে ২৬ মার্চ প্রথম মাইনটি শনাক্ত করে। দ্বিতীয়টি ২৮ মার্চ বুলগেরিয়ান সীমান্তের কাছে ইগনেদা উপকূলে পাওয়া যায়।
তুর্কি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, তুর্কি আন্ডারওয়াটার ডিফেন্স দল নিরাপদে দুটি মাইন বিস্ফোরণ ঘটিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা