ইউক্রেন ও রাশিয়া ‘গুরুত্বপূর্ণ’ কিছু বিষয়ে একমত হয়েছে : চাভুশওলু
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মার্চ ২০২২, ১৬:২২, আপডেট: ২০ মার্চ ২০২২, ২১:১৪
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে সংকট সমাধানে উভয়পক্ষ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একমত হয়েছে।
রোববার তুরস্কের দৈনিক হুররিয়াতের কাছে এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে তারা চুক্তির জন্য প্রথম চার দফায় সম্পূর্ণ একমত হয়েছে। কিছু বিষয়ে সমাধানের জন্য প্রেসিডেন্টদের পর্যায়ে যেতে হবে।’
তিনি জানান, তুরস্ক প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে চাচ্ছে।
মওলুদ চাভুশওলু বলেন, ‘যদি শান্তি অর্জিত হয়, তবে তারা অবশ্যই মিলিত হবেন।’
তিনি জানান, এই ধরনের সম্ভাবনা রাশিয়া বা ইউক্রেনের নেতারা এখনো নাকচ করে দেননি।
চাভুশওলু বলেন, ‘আজ পর্যন্ত আমরা এর বিপক্ষে কাউকেই পাইনি। অন্য অনেক দেশ এই আয়োজনের (ইউক্রেন-রাশিয়া বৈঠক) চেষ্টা করেছে, তবুও তাদের তুরস্কে একত্রিত করতে পেরে আমরা আনন্দিত। সর্বশেষে তুরস্কে হোক বা অন্য কোনো দেশে, তাদের মিলিত হওয়া জরুরি।’
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুদ্ধ বন্ধে দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। এর মধ্যে তুরস্কের আন্তালিয়ায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। যুদ্ধে বেসামরিক লোকদের দূরে রাখা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে দুইপক্ষ একমত হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এখনো কোনো ঐক্যমতে পৌঁছেনি ইউক্রেন ও রাশিয়া।
সূত্র : রয়টার্স ও তাস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা