২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান - ছবি : সংগৃহীত

পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমানের উন্নয়নের জন্য তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে কাজ করছে। বিমান নির্মাণে দু’দেশের এ যৌথ কার্যক্রমকে অনেকে প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প বলে অভিহিত করেন। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

তুরস্ক ও পাকিস্তানের বর্তমান যুদ্ধবিমানগুলোর উন্নয়ন ও পরিবর্তনের জন্য যৌথভাবে কাজ করে যাচ্ছে দু’দেশ। বর্তমানের যুদ্ধবিমানগুলোকে পরিবর্তন করে নিজেদের বিমানবহরে আরো শক্তিশালী ও আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে নিয়ে আসতে কাজ করছে তারা। তুরস্ক ও পাকিস্তানের লক্ষ্য নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো।

টিএফ-এক্স (তুর্কি ফাইটার এক্সপেরিমেন্টাল) নামের এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর নির্মাণের বিষয়ে ২০১৬ সালে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করতে থাকে তুরস্ক ও পাকিস্তান। ধারণা করা হচ্ছে এটা হবে তুরস্ক ও পাকিস্তনের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। যুদ্ধবিমান নির্মাণের এ চলমান প্রকল্পকে অনেকে প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প বলে অভিহিত করে।

এ মাসে পাকিস্তানি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী টেমেল কোটিল বলেন, পাকিস্তানের সাথে যৌথভাবে এ বিমান নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর প্রযুক্তিরও উন্নয়ন করা হচ্ছে।

গত মাসে প্রকাশিত এক নিবন্ধে পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল রিজওয়ান রিয়াজ বলেন, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ প্রকল্পে অসংখ্য পাকিস্তানি গবেষক ও ছাত্ররা কাজ করছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা

সকল