তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ মার্চ ২০২২, ১৬:৩২, আপডেট: ০১ মার্চ ২০২২, ১৭:২৪
পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমানের উন্নয়নের জন্য তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে কাজ করছে। বিমান নির্মাণে দু’দেশের এ যৌথ কার্যক্রমকে অনেকে প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প বলে অভিহিত করেন। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
তুরস্ক ও পাকিস্তানের বর্তমান যুদ্ধবিমানগুলোর উন্নয়ন ও পরিবর্তনের জন্য যৌথভাবে কাজ করে যাচ্ছে দু’দেশ। বর্তমানের যুদ্ধবিমানগুলোকে পরিবর্তন করে নিজেদের বিমানবহরে আরো শক্তিশালী ও আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে নিয়ে আসতে কাজ করছে তারা। তুরস্ক ও পাকিস্তানের লক্ষ্য নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো।
টিএফ-এক্স (তুর্কি ফাইটার এক্সপেরিমেন্টাল) নামের এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর নির্মাণের বিষয়ে ২০১৬ সালে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করতে থাকে তুরস্ক ও পাকিস্তান। ধারণা করা হচ্ছে এটা হবে তুরস্ক ও পাকিস্তনের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। যুদ্ধবিমান নির্মাণের এ চলমান প্রকল্পকে অনেকে প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প বলে অভিহিত করে।
এ মাসে পাকিস্তানি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী টেমেল কোটিল বলেন, পাকিস্তানের সাথে যৌথভাবে এ বিমান নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর প্রযুক্তিরও উন্নয়ন করা হচ্ছে।
গত মাসে প্রকাশিত এক নিবন্ধে পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল রিজওয়ান রিয়াজ বলেন, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ প্রকল্পে অসংখ্য পাকিস্তানি গবেষক ও ছাত্ররা কাজ করছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা