২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান - ছবি : সংগৃহীত

পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমানের উন্নয়নের জন্য তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে কাজ করছে। বিমান নির্মাণে দু’দেশের এ যৌথ কার্যক্রমকে অনেকে প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প বলে অভিহিত করেন। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

তুরস্ক ও পাকিস্তানের বর্তমান যুদ্ধবিমানগুলোর উন্নয়ন ও পরিবর্তনের জন্য যৌথভাবে কাজ করে যাচ্ছে দু’দেশ। বর্তমানের যুদ্ধবিমানগুলোকে পরিবর্তন করে নিজেদের বিমানবহরে আরো শক্তিশালী ও আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে নিয়ে আসতে কাজ করছে তারা। তুরস্ক ও পাকিস্তানের লক্ষ্য নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো।

টিএফ-এক্স (তুর্কি ফাইটার এক্সপেরিমেন্টাল) নামের এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর নির্মাণের বিষয়ে ২০১৬ সালে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করতে থাকে তুরস্ক ও পাকিস্তান। ধারণা করা হচ্ছে এটা হবে তুরস্ক ও পাকিস্তনের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। যুদ্ধবিমান নির্মাণের এ চলমান প্রকল্পকে অনেকে প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প বলে অভিহিত করে।

এ মাসে পাকিস্তানি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী টেমেল কোটিল বলেন, পাকিস্তানের সাথে যৌথভাবে এ বিমান নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর প্রযুক্তিরও উন্নয়ন করা হচ্ছে।

গত মাসে প্রকাশিত এক নিবন্ধে পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল রিজওয়ান রিয়াজ বলেন, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ প্রকল্পে অসংখ্য পাকিস্তানি গবেষক ও ছাত্ররা কাজ করছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল