করোনামুক্ত হলেন এরদোগান
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯
করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার এক টুইট বার্তায় করোনা পরীক্ষায় নিজের ফল নেগেটিভ আসার তথ্য জানান তিনি।
টুইট বার্তায় এরদোগান বলেন, ‘আল্লাহর শোকর, পরপর দুইদিন পরীক্ষার ফলাফল নেগেটিভ এলো।’
টুইট বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘অসুস্থ অবস্থায় সারা দেশ ও দুনিয়া থেকে দোয়া করা ও সুন্দর বার্তা পাঠানো আমার ভাইবোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদের একতা, সংঘবদ্ধতা ও ভ্রাতৃত্ব জারি রাখুন।’
নিজের স্ত্রী ও তুর্কি ফার্স্ট লেডি আমিনা এরদোগান এখনো ভাইরাস সংক্রমিত আছেন জানিয়ে টুইট বার্তায় এরদোগান বলেন, ‘আমার স্ত্রী জনাবা আমিনা এরদোগান বর্তমানে হালকা উপক্রম নিয়ে এখনো অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ, আমি আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই তার ফল নেগেটিভ আসবে।’
Eşim Emine Erdoğan Hanımefendi de hamdolsun hastalığı çok hafif belirtilerle geçiriyor. İnşallah kendisinin de testlerinin kısa süre içinde negatif çıkmasını temenni ediyorum.
— Recep Tayyip Erdoğan (@RTErdogan) February 10, 2022
একইসাথে অসুস্থতাকালীন সময়ে সেবার জন্য চিকিৎসক দলকে ধন্যবাদ জানান তিনি।
টুইট বার্তায় করোনাভাইরাসে সংক্রমিত সকল রোগীর দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার তথ্য জানান তার চিকিৎসকরা।
ইউক্রেন সফর শেষে তুরস্কে ফিরে আসার পর গত ৫ ফেব্রুয়ারি করোনাভাইরাসে সংক্রমিত হন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ফার্স্ট লেডি আমেনা এরদোগানও করোনাভাইরাস সংক্রমিত হন।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা