২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২ বছরে ৭৮ বার করোনা পজিটিভ তিনি!

টানা ৭৮ বার করোনা পজিটিভ হয়েছেন মুজাফ্ফর কায়াসন। - ছবি : সংগৃহীত

৫৬ বছরে বয়সে একবার, দুবার নয়….! টানা ৭৮ বার করোনা পজিটিভ হলেন তুরস্কের এক ব্যক্তি। নাম মুজাফ্ফর কায়াসন। এর আগে এক সমীক্ষায় দেখা গিয়েছিল ব্রাজিলে প্রায় তিনজন ব্যক্তি ৭১ দিন থেকে ২৩২ দিন পর্যন্ত কোভিড পজিটিভ থেকেছেন। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে একজন মানুষের শরীরে কতদিন বেঁচে থাকতে করোনাভাইরাস!

তবে টানা ৭৮ বার করোনা আক্রান্তের খবর সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে। গবেষকরাও বিষয়টি বোঝার চেষ্টায় দিন-রাত এক করেছেন। টানা এত দিন সংক্রমিত থাকতে আর কাউকে দেখা যায়নি বলেই বক্তব্য দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের।

জানা গেছে, লিউকেমিয়ায় আক্রান্ত মুজাফ্ফর ২০২০ সালের নভেম্বর মাসে প্রথম করোনায় সংক্রমিত হন। তখন কয়েকদিন হাসপাতালে কাটান তিনি। রোগের তীব্রতা কিছুটা কমলে বাড়ি ফেরেন।

সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তাম্বুলের বাড়িতে নিভৃতবাসে থাকেন। কিন্তু সে ছিল বিড়ম্বনার শুরু। একের পর এক করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতে শুরু করে। সম্প্রতি সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের নিভৃতবাস থেকে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু মুজাফ্ফর যখন আক্রান্ত হন, তখন সে নিয়ম ছিল না। ইতোমধ্যে দফায় দফায় ৯ মাস কাটিয়েছেন হাসপাতালে। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। পরীক্ষা করিয়েছেন মোট ৭৮ বার।

প্রতিবারই রিপোর্ট এসেছে পজিটিভ। এর আগে যে সমীক্ষা ব্রাজিলে করোনা আক্রান্তের নিয়ে হয়েছিল তাতে দেখা গিয়েছিল ৭১ দিন থেকে সর্বাধিক শরীরে ২৩২ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ভাইরাস। ২৩২ দিন যে ব্যক্তির শরীরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল তিনি এইচআইভি পজিটিভ ছিলেন বলে জানিয়েছিলেন গবেষকরা। আর এবার টানা ৭৮ বার করোনা পজিটিভ হলেন এই লিউকেমিয়ায় আক্রান্ত ৫৬ বছর বয়সী প্রৌঢ়।

সূত্র : ডেইলি সাবাহ, ইন্ডিয়ান এক্সপ্রেস

দেখুন:

আরো সংবাদ



premium cement
সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’

সকল