২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সঙ্কট নিরসনে ইউক্রেন-রাশিয়া শান্তি সম্মেলনের প্রস্তাব দিলেন এরদোগান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করে তাকে পুতিনের সাথে শান্তি সম্মেলনের প্রস্তাব দিয়েছেন এরদোগান - ছবি : সংগৃহীত

সম্ভাব্য যুদ্ধের শঙ্কা এড়াতে ইউক্রেন-রাশিয়া শান্তি সম্মেলনের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ইউক্রেন সফরে গিয়ে বর্তমান সঙ্কট নিরসনে এমন প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের যে আশঙ্কা করছেন ইউরোপীয় নেতারা তা নিরসনে ইউক্রেন-রাশিয়া শান্তি সম্মেলনের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এখন ইউক্রেন সফরে গিয়েছেন। তিনি এমন সময়ে ইউক্রেনের সফরে গেছেন যখন পূর্ব ইউরোপে সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে উত্তেজনা বৃদ্ধির জন্য দায়ী করেছে রাশিয়া। পূর্ব ইউরোপে ন্যাটো জোটের শক্তি বাড়াতে রোমানিয়াতে এক হাজার ও পোল্যান্ডে দু’হাজার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পরেই ইউক্রেন-রাশিয়া শান্তি সম্মেলনের বিষয়ে এমন কূটনীতিক পদক্ষেপ নিয়েছেন এরদোগান।

এদিকে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া তাদের এক লাখ সেনা সরিয়ে নেয়ার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে। এরপরেই ইউরোপের শক্তিশালী দু’দেশ জার্মানি ও ফ্রান্সের শীর্ষ নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে দেশটির রাজধানী মস্কোতে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ইউক্রেন ও রাশিয়ার সঙ্ঘাত নিরসনে তারা এ পদক্ষেপ নিতে যাচ্ছেন।

এদিকে ইউক্রেন ও রাশিয়ার সঙ্ঘাত নিরসনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানও কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করে তাকে পুতিনের সাথে শান্তি সম্মেলনের প্রস্তাব দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক আছে তা কাজে লাগিয়ে পূর্ব ইউরোপে শান্তি স্থাপন করতে চান এরদোগান। এছাড়া তিনি ইউক্রেন কর্তৃপক্ষকে শান্তি আলোচনায় অংশ নিতে সমর্থন দিচ্ছেন।

এদিকে এরদোগাননের এ কূটনীতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেছেন, ইউক্রেনে শান্তি আনতে তিনি সবকিছু করতে প্রস্তুত।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল