জানুয়ারিতে তুরস্কের পণ্য রফতানিতে রেকর্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৩, আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৬
এ বছরের জানুয়ারিতে তুরস্কের পণ্য রফতানিতে রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় এ বছরের জানুয়ারিতে তুর্কি পণ্য রফতানিতে ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
একটি প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে তুর্কি বাণিজ্যমন্ত্রী মেহমেত মুস বলেন, এ বছরের জানুয়ারিতে বার্ষিক ১৭ শতাংশের বেশি রফতানি প্রবৃদ্ধি নিয়ে ১৭.৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। বুধবার এ বিষয়ে তুর্কি বাণিজ্যমন্ত্রী বলেন, জানুয়ারির এ বাণিজ্য প্রবৃদ্ধি যেকোনো সময়ের তুলনায় বেশি।
তুরস্কের রাজধানী আঙ্কারাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেহমেত মুস বলেন, এ বছরের জানুয়ারিতে তুরস্কে আমদানির পরিমাণও বেড়েছে। তীব্র ঠাণ্ডা ও জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে জানুয়ারিতে ২৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে।
জানুয়ারিতে ৯ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি আমদানি করা হয়েছে। জ্বালানি আমদানি করার ব্যয় বাদ দিলে আমদানি ও রফতানির অনুপাত দাঁড়ায় ৮৮.৩ শতাংশে।
তুর্কি বাণিজ্যমন্ত্রী মেহমেত মুস বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নির্দেশনা অনুসারে ২০২২ সালে আমাদের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা হলো ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা